গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুব সমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে -অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুব সমাজকে রাজপথে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

তিনি বলেন, যুগে যুগে যুবকরাই ইতিহাস সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের প্রচেষ্টায় স্রোতের গতিধারাও পরিবর্তন হয়ে যায়। হাজী শরীয়তুল্লাহ, শহীদ তিতুমীরের মতো প্রাণচঞ্চল যুবকদের হাতেই এসেছে আমাদের বড় বড় অর্জন। তাই জাতির এই ক্রান্তিকালে যুব সমাজকে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, বরং সত্যের পতাকা উড্ডয়ন ও আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের জন্য নতুন করে শপথ গ্রহণ করতে হবে।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় কলারোয়ার চন্দনপুর হাই স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

৭নং চন্দনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আখতার ফারুক’র সভাপতিত্বে সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শাহজাহান কবির, আব্দুল গফুর মন্টু, উপজেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা মিডিয়া ও আই.সি.টি সেক্রেটারি আসাদুজ্জামান ফারুকী, অফিস সেক্রেটারী জাহিদ হাসান মিঠু, পৌর যুব জামায়াতের সভাপতি শরীফুজ্জামান মিঠু, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুল কাদের, জামায়াত নেতা জাহিদুর রহমান, শেখ কামরুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মাস্টার আব্দুল করিম, আব্দুল আলিম, হাফেজ কোরবান আলী, অধ্যাপক হুমায়ুন কবির, আশরাফুল ইসলাম প্রমুখ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *