সাতক্ষীরায় যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি

ভারতে পাচারকালে সাতক্ষীরার তুজুলপুর এলাকা থেকে তিন পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রবিবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার তুজুলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকত স্বর্ণের বারের বাজার মূল্য ৫৭ লাখ ৭৮ হাজার ৮৭০ টাকা। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক দুপুর সাড়ে ১২ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটক চোরাকারবারী নাম মোঃ জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১)। সে ঢাকার রায়েরবাগ থানাধীন রায়েরবাগ গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

বিজিবি অধিনায়ক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এমআর স্লিপার পরিবহন (গাড়ী নম্বর ঢাকা মেট্টো-ব-১৩-১৮৭৯) যোগে ভারতে পাচারের উদ্দেশ্যে সদর উপজেলার তুজুলপুর সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির এসআইপি’র সদস্য হাবিলদার মোঃ মেজবাহ উদ্দিন রুবেলের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে উক্ত পরিবহনে তল।লঅশী চালিয়ে জাহাঙ্গীর হোসেন স্বপন নামের ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী চালিয়ে ডান পায়ের জুতার ভিতরে কচটেপ দ্বারা পেঁচানো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিন পিস স্বর্ণের বারসহ তার কাছে থাকা মোবাই দুটি জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৪৭৩.১২ গ্রাম। যার বাজার মূল্য ৫৭ লাখ ৭৮ হাজার ৮৭০ টাকা।

তিনি আরো জানান, শুল্ক কর ফাঁকি দিয়ে স্বর্ণের বার গুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিজ জিম্মায় রাখা দায়ে অভিযুক্ত আটক চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ এবং জব্দকৃত স্বর্ণের বার গুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *