কলারোয়া পৌর সদরে ডাষ্টবিনের দূর্গন্ধে নাকাল বসবাসকারীরা

কলারোয়া পৌর সদরে ডাষ্টবিনের দূর্গন্ধে নাকাল বসবাস কারিরা। কলারোয়া পৌর সদরে মির্জাপুর ৯ নং ওয়ার্ডে পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তার পাশের ডাষ্টবিনের দূর্গন্ধে নাকাল পাশে বসবাস কারিরা। কলারোয়া ও খোর্দ্দো যাতায়াতের রাস্তার পাশে হওয়ায় পথচারিদের চলাচলের দারুন অসুবিধায় পড়তে হয় ডাষ্টবিনের কারণে।
এ ছাড়া মুসুল্লিরা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় ও ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে আসা যাওয়ার সময় দূর্গন্ধের কারণে এবং সেখানে সব সময় কুকুর অবস্থান করায় ছেলে মেয়েরা স্কুলে যেতে ভয় পায় এ কারণে তারা স্কুলে যেত চাই না।
ডাষ্টবিনটি রাস্তার পাশে হওয়ার কারণে ডাষ্টবিনের ময়লা আবর্জনা কুকুরে টেনে হিচড়ে রাস্তার মধ্যে নিয়ে আসে। এসময় চলাচলে দারুণ অসুবিধায় পড়তে হয়।
ডাষ্টবিনের নিকটবর্তী বসবাস কারি শহিদুল ইসলাম বলেন ডাষ্টবিনটির কারণে এই রাস্তা দিয়ে চলাচলের অনেক অসুবিধায় পড়তে হয় ছোট ছোট ছেলে মেয়েরা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। এখান থেকে ডাষ্টবিনটি সরিয়ে অন্য কোন নিরাপদ জায়গায় নিলে চলাচলের অসুবিধা থেকে মানুষ রক্ষা পাবে।
এলাকার সকল শ্রেনীর পেশার মানুষের দাবি যাহাতে ডাষ্টবিন টি অন্যত্র স্থাপন করতে কেমন আছো কলারোয়া পৌর সভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানান।
এ বিষয় পৌর সভার বর্তমান প্রশাসক জহিরুল ইসলাম বলেন বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *