বেনাপোলে নবনির্মিত টার্মিনাল উদ্বোধন করলেন এম সাখাওয়াত হোসেন
দেশের দ্বিতীয় সর্ববৃহৎ বন্দর যশোরের বেনাপোল স্থলবন্দরের নবনির্মিত ভেহিকেল কার্গো টার্মিনালের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন, অন্তর্বর্তী সরকারের নৌ- পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১৪ই) নভেম্বর সকাল ১১ টায় বন্দরেের এ টার্মিনালের উদ্বোধন করা হয়।
২০২১ সালে ভারতের পেট্রোপোল বন্দর ঘেঁষে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের নির্মাণ কাজ শুরু করে,নৌ পরিবহন মন্ত্রণালয়।
বন্দরের ভেহিকেল টার্মিনাল প্রকল্পের কাজ করেছেন, চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে, টিভিইএএল, এনডিইএল, আর এসএস আই জেভি ব্যারাক বিল্ডিং ওপেন ইয়ার্ড ও অপারেশন বিল্ডিং।
এই ভেহিকেল টার্মিনালটি ৪১ একর জমির উপর ৩২৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।
জমি অধিগ্রহন বাবদ ১০৯ কোটি এবং নির্মাণ কাজ বাবদ ২২০ কোটি টাকা, বরাদ্দ দেয় বাংলাদেশ সরকারের নৌ ও পরিবার মন্ত্রণালয়।
নবনির্মিত এই টার্মিনালে রয়েছে, প্রায় দেড় হাজার ট্রাক ধারণ ক্ষমতা। এই প্রকল্পের আওতায় পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন, বন্দর সেবা ভবন, ইউটিলিটি ভবন, ফায়ার স্টেশন আধুনিক টয়লেট, ওয়ে ব্রিজ স্কেল, চিকিৎসাসেবা ভবন, রান্না ও বিশ্রামের ব্যবস্থা সহ অন্যান্য অবকাঠামো সহ নির্মিত আধুনিক সুযোগ সুবিধা রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ পরিবহন উপদেষ্টার একান্ত সচিব জাহিদুল ইসলাম, বিজিবি যশোর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কবীর, বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ।
বেনাপোল কাস্টম হাউস কমিশনার কামরুজ্জামান, প্রকল্প পরিচালক হাসান আলী, বেনাপোল বন্দর পরিচালক মামুন তরফদার প্রমুখ।
বেনাপোলে প্রতিনিধি।