ঝাউডাঙ্গায় যুব জামায়াতের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট এর প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা সদরের তুজুলপুর ফুটবল মাঠে যুগরাজপুর বনাম বলাডাঙ্গার মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।
ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মাওঃ আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলাটি উপভোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন আমীর প্রভাষক ইকবাল হোসেন।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মাওঃ রবিউল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগ সাধারণ সম্পাদক প্রভাষক আশরাফুল ইসলাম (বুলু), হাফেজ আবু মুছা, জামায়াত নেতা হাফেজ আমির হোসেন, মাস্টার মশিউর রহমান, হাফেজ আঃ কাদের, মুরশিদ আলম, ডাঃ আব্দুল খালেক প্রমুখ। খেলাটি সরাসরি ধারাভার্স প্রচার করেন হাফেজ আমির হোসেন।
প্রথম রাউন্ডের খেলায় যুগরাজপুরকে ০২ গোলে হারিয়ে বলাডাঙ্গা জয় লাভ করেন। আয়োজক কমিটি কর্তৃক জানা যায়, ২য় রাউন্ডের খেলা ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।