কলারোয়ায় ফারিয়ার ৪দলীয় নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট’র অনুষ্ঠিত

৮ম কে.পি.পি.এল খেলায় চাম্পিয়ান ফ্রেন্ডস ক্লাব

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কলারোয়ায় ফার্মাসিটিক্যালস রিপ্রেসেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর ৪দলীয় নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শফিকুল ইসলাম।

শুক্রবার (১৫ নভেম্বর) কলারোয়া হাই স্কুল মাঠে কলারোয়ায় ফার্মাসিটিক্যালস রিপ্রেসেন্টেটিভ এসোসিয়েশন ফারিয়া’র আয়োজনে সংগঠনের সভাপতি মোজাফফর হোসেন পলাশের সভাপতিত্বে মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঢাকা পিজি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ কাজী ইসমাইল হোসেন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বাপ্পি কুমার দাস, অনলাইন নিউজ পোর্টাল “কলারোয়া প্রতিদিন” এর সম্পাদক ও প্রকাশক আসাদুজ্জামান ফারুকী, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, কলারোয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক শাহাজাহান আলী শাহীন, মোঃ আবদুল হান্নান খান, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এ কারণে উন্নত বিশ্বে খেলাধুলার ওপর অনেক গুরুত্বারোপ করা হয়। তাই মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ফারিয়ার আয়োজনে ৪দলীয় নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখবে।
৪দলীয় নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণ করেন ফ্রেন্ডস ক্লাব, ইলিভেন স্টারস, টাইগারস অফ কলারোয়া, কলারোয়া লায়ন্স
কলারোয়া ফারিয়ার আয়োজনে ৮ম কে.পি.পি.এল খেলায় চাম্পিয়ান হন ফ্রেন্ডস ক্লাব।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *