ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হলেন সাতক্ষীরার
ড. খলিলুর রহমান মাদানী
ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন ড. খলিলুর রহমান মাদানী। তিনি ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা এর উপাধ্যক্ষ।
সোমবার বার (১৯ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর ইসলামিক ফাউন্ডেশন আইন ১৯৭৫ এর ৬(১) ধারা মোতাবেক ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নরস গঠন করেন।
প্রজ্ঞাপনের উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও প্রাজ্ঞ আলেম উলামাদের মধ্য হতে অন্তর্বর্তী সরকার কর্তৃক মনোনিত ৫ জনকে ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণর নিযুক্ত করা হলো। ৫ জনের মাঝে একজন হলেন ড. খলিলুর রহমান মাদানী।
বাকিরা হলেন- চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল-হাজ্ব হযরত মাওলানা ছাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের আল-জাবেরী আল-মাদানী, চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহঃ) এর সুযোগ্য সন্তান মুফতি মাহফুজুল হক। ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ মোঃ নেছারুল হক।
বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির আদেশক্রমে এ.এইচ.এম আখতারুজ্জামান (সহকারী সচিব) এর স্বাক্ষর রয়েছে।
এছাড়া পদাধিকার বলে সংযুক্ত আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক।