মিঠুর নানীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
অনলাইন নিউজ পোর্টাল “কলারোয়া প্রতিদিন” এর সহ-সম্পাদক, যুবনেতা শরীফুজ্জামান মিঠুর নানীর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) যোহর বাদ হেলাতলা ইউনিয়নাধীন নিজ গ্রাম রঘুনাথপুরে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, কলারোয়া মাজলিসুল মুফাসসিরিন এর সেক্রেটারি আজহার মাহমুদ আনোয়ারী, বাইতুলমাল সম্পাদক ক্বারী জাহাঙ্গীর হোসাইন সিদ্দিকী, নির্বাহী সদস্য মাওলানা হাফেজ জাহিদুর রহমান, হেলাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ হযরত আলী, সেক্রেটারি আসাদুজ্জামান রোমেল, মাওলানা জামশেদ আলী, মাওলানা আব্দুর রকিব, হেলাতলা ইউনিয়ন যুব জামায়াতে ইসলামীর সভাপতি জাহিদুর রহমান, সেক্রেটারি মাওলানা জাহিদ হাসান, জামায়াত নেতা জাহিদুর রহমান, এরশাদ আলী প্রমুখ।