কলারোয়া পৌরসভার জামায়াত কর্মী আব্বাস আলীর সহধর্মীনীর জানাজা ও দাফন সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ড তুলসিডাঙার জামায়াত কর্মী আব্বাস আলীর স্ত্রী আজ বেলা সাড়ে তিনটার সময় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।বাদ এশা আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) এশার নামায শেষে কলারোয়া পৌরসভার আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। তিনি হঠাৎ অসুস্থ হয়ে ইন্তেকাল করেন।

মৃত্যু কালে মরহুমার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি ১ ছেল, ২
মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাযায় অংশ গ্রহন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, জেলা জামাতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. কামারুজ্জামান,উপজেলা জামায়াতের সাবেক আমীর মাও, ওমর আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারী মাও. শহিদুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারী প্রফেসর আব্দুর রাজ্জাক, অফিস সেক্রেটারী জাহিদ হাসান মিঠু, যুব সেক্রেটারী মনিরুল ইসলাম, পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার ইউনুস আলী বাবু, সেক্রেটারী মাওলানা আলমগীর হোসাইন , যুব বিভাগের পৌর সভাপতি মোঃ শরীফুজ্জামান মিঠু,সেক্রেটারী গোলাম সরোয়ার,সাংগঠনিক সম্পাদক কামরুল এহসান, জামায়াত নেতা মাওলানা তৌহিদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের থানা প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইমামুল ইসলাম প্রমুখ।
সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত মুসল্লি জানাযায় অংশ গ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযার নামাযের ইমামতি করেন সর্বজন শ্রদ্ধেয় কলারো আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাও. আইয়ুব আলী ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *