জালালাবাদ ইউনিয়ন যুব জামায়াতের ফুটবল টুর্নামেন্টে শংকরপুর কে ২-০ গোলে হারিয়ে কাশিয়াডাঙ্গা চ্যাম্পিয়ান
জালালাবাদ ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন।
আজ (২৩ নভেম্বর) কলারোয়া উপজেলার দুই নম্বর জালালাবাদ ইউনিয়নের যুব জামায়াত কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক খান মিজানুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম,উপজেলা কর্ম পরিষদ সদস্য আশফাকুর রহমান বিপু,উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি জাহিদ হাসান মিঠু,উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনিরুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মো. এরশাদ হোসেন, সেক্রেটারি মোহাম্মদ ইরফান আলী, ইউনিয়ান যুব বিভাগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সুধীজন। উক্ত ফুটবল খেলায় ২-০ গোলে বিজয়ী হয়েছেন কাশিয়াডাঙ্গা যুব বিভাগ ও রানার্স আপ হয়েছেন শংকরপুর যুব বিভাগ।