কলারোয়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচির দু’দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন
“যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামী সম্ভাবনা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচির দু’দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় কলারোয়া অফিসার্স ক্লাবের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, রিপোটিয়ার (রিসোর্স পারসন) হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসফিয়াতুন নাহার।
প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ফার্মাসিস্ট, পরিসংখ্যানবিদসহ শত জনকে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১, বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।