কলারোয়ায় সুধীজনদের সাথে পুলিশ সুপারের মত বিনিময়
কলারোয়ায় থানা পুলিশের আয়োজনে সুধীজনদের সাথে জেলা পুলিশ সুপার এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫শে নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় কলারোয়া সরকারি জিকে এম,কে পাইলট হাইস্কুল মাঠে থানা অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন এঁর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার (এস.পি) মোহাম্মদ মনিরুল ইসলাম।
তিনি বক্তব্যে বলেন, আমি আমার পুলিশদের কাছে জনসাধারণের সাথে ভালো ব্যবহার প্রত্যাশা করি। আমরা সবাই একটি পরিবারের সন্তান, সবার সাথে সমান আচরণ করতে হবে। থানায় আসা কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবেনা। বৈষম্যহীন সমাজ গঠনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজকে ছাড় দেওয়া হবেনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) সজিব খান, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান (পিপিএম)।
সুধীজনদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া শাখার আমির সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ইউনুস আলি বাবু, কলারোয়া উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।
এছাড়ার উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী কলারোয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, অফিস সম্পাদক জাহিদ হাসান মিঠু, পৌর যুব জামায়াতের সভাপতি শরীফুজ্জামান মিঠু, জামায়াত নেতা মাওলানা আলমগীর হোসেন, মাওলানা তৌহিদুর রহমান, মোঃ আব্দুর রকিব, শেখ কামরুল ইসলাম, কামরুল ইহসান। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, গোলাম রসুল, সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন প্রমুখ।