কলারোয়ার সোনাবাড়ীয়া সোনার বাংলা ডিগ্রী কলেজে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিবছরের ন্যায় কলারোয়ার সোনার বাংলা ডিগ্রী কলেজে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় সোনার বাংলা ডিগ্রী কলেজ মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রথম ম্যাচ একাদশ শ্রেণী বনাম দ্বাদশ শ্রেণী’র মধ্যকার খেলায় জয়ী হয় দ্বাদশ শ্রেণী। দ্বিতীয় ম্যাচে দ্বাদশ শ্রেণী একাদশের সঙ্গে শিক্ষক একাদশের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হন শিক্ষক একাদশ।

ক্রিকেটে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন সোনার বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আশফাকুর রহমান বিপু।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি আব্দুল হাকিম, সহকারী অধ্যাপক ইমামুল হক, শাহজাহান কবির, শরীর চর্চা শিক্ষক জাকির হোসেনসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

কলেজের শিক্ষার মান উন্নয়নে বিনোদন এবং শিক্ষকদের সাথে ছাত্রদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করতে প্রতিবছরই এধরণের খেলার আয়োজন করে কলেজটি।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *