আমীরে জামায়াতের আগমন উপলক্ষে কলারোয়ায় স্বাগতম মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বর্ষিয়ান জননেতা ডাঃ শফিকুর রহমানের ৩০ নভেম্বর সাতক্ষীরায় আগমন উপলক্ষে কলারোয়ায় স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী কলারোয়া পৌরসভা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আসরের নামায আদায় শেষে এ স্বাগত মিছিল বের করা হয়।
কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান এর নেতৃত্বে কলারোয়া জামায়াত অফিস থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার জামায়াতে ইসলামীর অফিসে গিয়ে শেষ হয়।
মিছিলে কলারোয়া পৌর জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, সাতক্ষীরা জেলা মাজলিসুল মুফাসসিরীন এর সেক্রেটারি মাওলানা আহমদ আলী, সাবেক কাউন্সিলর আলহাজ্ব আশরাফ আলী বাবু, জামায়াত নেতা অধ্যাপক ইমামুল হক, মাওলানা নাসির উদ্দিন, অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান, জিএম সালাউদ্দিন, জাহিদুর রহমান, ওসমান গনি বনি আমিনসহ জামায়াত ও যুব জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।