লাইট হাউজ মডেল একাডেমীর অংশীজন সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজ (৬ ডিসেম্বর) বিকাল ৩টায় কলারোয়া লাইট হাউজ মডেল একাডেমীর মিলনায়তনে বিশিষ্ট ব্যাংকার ও লাইট হাউজ একাডেমীর পরিচালনা পরিষদের অন্যতম সদস্য জনাব আবুল খায়েরের পরিচালনায় লাইট হাউজ মডেল একাডেমীর চেয়ারম্যান শামসুল আলম বুলবুল এর সভাপতিিত্বে লাইট হাউস মডেল একাডেমীর অংশীজন সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট ইউনিভার্সিটির লেকচারার ডক্টর সাবাহ সাদলি জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আব্দুল মজিদ, প্রফেসর আবু বকর সিদ্দিক, প্রফেসর আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল বারি, মাওলানা আইয়ুব আলী,ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব আবুল হোসেন, মাওলানা ওসমান গনি, মাওলানা কামরুজ্জামান, মাওলানা শহিদুল ইসলাম,মাস্টার আব্দুল হামিদ, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, মাওলানা আব্দুল গফুর মন্টু, মাস্টার হাফিজুর রহমান, অধ্যাপক শাহজাহান কবির, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, অধ্যাপক ইউনুস আলী বাবু, অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী , সিনিয়র শিক্ষক রুহুল কুদ্দুস, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আবুল হোসেন সহ কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ ও অংশীজনেরা।