যশোরের বেনাপোল স্থলবন্দরে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

যশোরের বেনাপোল স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের উন্নয়নমূলক কাজ এবং নতুন কিছু নির্মাণাধীন প্রকল্পের কাজ ঘুরে দেখেন।

পরে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এবং ইমিগ্রেশন পরিদর্শন করেন উপদেষ্টা। সেখানে দুই দেশের যাত্রী যাতায়াতের খোঁজখবর নেন। স্থলবন্দরে যাত্রী চলাচল কম হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভারত সরকার ভিসা না দেওয়ায় যাত্রী যাতায়াত কম হচ্ছে। ভিসা না দেওয়ায় আমাদের চেয়ে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমাদের দেশের অনেক রোগী সে দেশে চিকিৎসা নিয়ে থাকেন, তাদের একটু ক্ষতি হচ্ছে।’

এ সময় বেনাপোল চেকপোস্ট পরিবহন ব্যবসায়ীরা উপদেষ্টার কাছে পুরনো বাস টার্মিনাল চালুর কথা জানালে ১৯টি পরিবহনের কার্যক্রম চালানোর আশ্বাস দেন। পরে স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।

সবশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে যান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় আব্দুল্লাহর মা-বাবা ও পরিবারের খোঁজ-খবর নেন এবং তার কবর জিয়ারত করে যশোরের উদ্দেশ্যে রওনা দেন। শনিবার ভোমরা স্থলবন্দর পরিদর্শনের জন্য তিনি সাতক্ষীরা যাবেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম, ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজীব হাসান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসিন, বেনাপোল বন্দর পরিচালক মামুন কবীর, ইমিগ্রেশনের ওসি মো. ইব্রাহিম হোসেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *