গাজনায় যুব সমাবেশ অনুষ্ঠিত
গাজনায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়ার জয়নগর ইউনিয়নাধীন গাজনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ ঈশা এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আতিয়ার রহমান সানা, বিশিষ্ট সমাজসেবক জামায়াত নেতা মোঃ আফছার উদ্দীন সরদার, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা শাখার সভাপতি মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, যুব বিভাগের উপজেলা সহ-সভাপতি মু. শামসুল আলম বুলবুল, সেক্রেটারি মনিরুল ইসলাম, জয়নগর ইউনিয়ন পেশাজীবী বিভাগের সেক্রেটারি প্রফেসর নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাহিদ হাসান, গাজনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এরশাদ আলী, জামায়াত নেতা মোখলেছুর রহমান, দেলোয়ার হোসেন, আবুল কাশেম, রানা ফয়সাল আহমেদ প্রমুখ।