তালায় শুভ উদ্বোধন হলো ডিসি উদ্যানের
সাতক্ষীরার তালা উপজেলায় শুভ উদ্বোধন করা হয়েছে ডিসি উদ্যানের।
বৃহস্পতিবার (১২ডিসেম্বর) উপজেলার জামালপুর ইউনিয়নের জেঠুয়া,কৃষকাটী ও কানাদিয়া গ্রাম মিলে ২২.৫৮ একর জমির উপর নির্মিত ডিসি উদ্যানের শুভ উদ্বোধন করা হয়।সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও ফিতা কেটে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন,স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিদুল হক (লিটু),তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষে আব্দুল কাদের প্রমুখ।
তালা উপজেলা ভূমি কার্যালয়ের নাজির নুরুল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো:রাসেল। তিনি বলেন,একটি দেশের মোট আয়তনের ২৫ শতাংশ বনায়ন থাকা প্রয়োজন। সেই লক্ষ্য অর্জনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে একটি ইকোপার্ক হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। সেতু সহ অবকাঠামো উন্নয়ন করার জন্য যাদের জমি অধিগ্রহণ করা হবে তারা তিন গুণ দাম পাবে। তালা উপজেলায় এক স্থানে এত বড় সরকারি খাস জমি আর নাই। তাছাড়া পাশ্ববর্তী কবোতাক্ষ নদ রক্ষণাবক্ষেণ সহজ হবে। পাশাপাশি এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে।