ঝাউডাঙ্গা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঝাউডাঙ্গা কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, আব্দুল মান্নান, আনারুল ইসলাম, অহিদুল ইসলাম সহ শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান বলেন, একটি রাষ্ট্র চলে দুইটি কাঠামোর ওপরে, একটি প্রশাসনিক অন্যটি বুদ্ধিভিত্তিক। পাকিস্তানিরা এদেশের হাজার বছরের কৃষ্টি-কালচার নিয়ে গবেষণা করে বুঝতে পেরেছিল, এ জাতির ভিত্তি বুদ্ধিভিত্তিক। বুদ্ধিজীবীরা একটা জাতিকে জাগ্রত রাখে। তাই তারা সেদিন এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল।

তরুণদের দেশ প্রেমের আহ্বান করে তিনি বলেন, এদেশের যুবকদের দেশ প্রেমে জাগ্রত হতে হবে। দেশ প্রেমের মাধ্যমে তারা দেশের উন্নতির জন্য কাজ করবে। তাদের নৈতিকভাবে গড়ে তুলতে পারলে তরুণ প্রজন্ম দেশপ্রেমিক হিসেবে বেড়ে উঠবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *