সাতক্ষীরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণু পদ পালের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এতে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম মুনীর, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জামায়াত নেতা ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা জজ কোটের অতিরিক্ত পিপি এড. আবু বক্কার সিদ্দিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক ইমরান হোসেন ও নাজমুল হাসান রনিসহ অন্যান্যরা।
সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দুয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর, সাতক্ষীরা সিটি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।