১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস’২৪ উপলক্ষ্যে
কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের উদ্যোগে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস’২৪ উপলক্ষ্যে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় পাবলিক ইনস্টিটিউট মিলনায়তনে কলারোয়া পৌরসভার এলাকাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের শতস্ফুত অংশ গ্রহণের মাধ্যমে চারটি গ্রুপে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চিত্রাংকনের প্রতিযোগিদের ‘২০২৪ জুলাই গণবিপ্লব’ পটভূমি চিত্রাংকনের বিষয় হিসেবে নির্ধারন করা হয় এবং আবৃত্তির প্রতিযোগিদের কবি শামসুর রাহমান এঁর স্বাধীনতা তুমি কবিতাটি নির্ধারন করা হয়।
কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি এ্যড. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক জিএম. সালাহউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ রইস উদ্দীন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যোলয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তামিম আজাদ মেরিন, অধ্যাপক আবুল কাশেম, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওঃ তৌহিদুর রহমান, আনিছুর রহমান পলাশ, মোস্তাক আহম্মেদ, আলফাজ রহমান, আশরাফুল ইসলাম রুস্তম প্রমূখ।
চিত্রাংকন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন নাঈম হাসান শাওন ও সাইফুল ইসলাম সাইফ। কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক অসিত রায় চৌধুরী ও জি এম সালাহউদ্দীন।
প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের হাতে অতিথি বৃন্দ পুরষ্কার তুলে দেন।প্রধান অতিথির আলচনা এবং সভাপতির সমাপনি ভাষণের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এবং আগামীতে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট কৃর্তৃক আয়াজিত যেকোন প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।