যে স্বাধীনতার জন্য একটি যুদ্ধ হলো সেই স্বাধীনতা আজ ভুলন্ঠিত- অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ
যে স্বাধীনতার জন্য যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছি, আজ সেই স্বাধীনতা ভূলুণ্ঠিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর অন্যতম সদস্য তালা- কলারোয়ার গণ মানুষের নেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
সোমবার (১৬ ডিসেম্বর) বাদ মাগরিব সিংহলাল বাজারে গণ সংযোগ পূর্ব সমাবেশে সিংহলাল দাখিল মাদ্রাসা জামে মসজিদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জালালাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর এরশাদ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ এরফান আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বারবার নির্বাচিত সাবেক ইউ.পি চেয়ারম্যান মাস্টার শওকত আলী, বিশিষ্ট ব্যাংকার জাকির হুসাইন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ আরো বলেন, বিজয়ের এই দিনে আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। এমন একটা বাংলাদেশ, যেখানে কারো ধর্মীয় মূল্যবোধকে দমন করতে, কোনো জঙ্গি নাটক সাজানো হবে না। এমন এক বাংলাদেশ, যেখানে রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে সংখ্যালঘুদের ওপর হামলার ছক আঁকা হবে না। যেখানে নিশ্চিত হবে সকল বিশ্বাসের স্বাধীনতা, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা। আগামীর বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।