কলারোয়া ভিলেজ ডক্টরস ফোরামের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়া ভিলেজ ডক্টরস ফোরাম (ভিডিএফ) এর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটোরিয়ামে কলারোয়া পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যক্ষ মোঃ আশফাকুর রহমান বিপু এর সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক মশিউল আজমের সঞ্চালনায় ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যক্ষ ডাঃ আব্দুল বারিক এর আহ্বানে এ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা ওসমান গনী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, সাতক্ষীরা জেলা ভিলেজ ডক্টরস ফোরামের সভাপতি ডাঃ আফতাব হোসেন। আই.বি ডব্লিউ.এফ এর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মোঃ মহিউদ্দিন মাহমুদ।

এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর তারবিয়াত সেক্রেটারি, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহ. প্রধান শিক্ষক আব্দুর রকিব, কলারোয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মহিদুর রহমান, জালালাবাদ মহিলা দাখিল মাদ্রাসার সুপার ডাঃ আব্দুস সাত্তার, কলারোয়া হোমিও হল এর স্বত্ত্বাধিকারী ডাঃ আসাদুজ্জামান ফারুকী, জিএস মেডিসিন শপ এর স্বত্বাধিকারী ডাঃ মাওলানা শামীম হোসাইন সাবেতী, ডাঃ হাফিজুর রহমান আজাদী, ডাঃ সুলতান ইবনে মুনির, ডাঃ আফসার উদ্দিন, ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ আব্দুর রশিদ, ডাঃ মাওলানা আবু জাফর, ডাঃ মিরাজ উদ্দিন, শেখ কামরুল ইসলাম প্রমুখ।

প্রীতি সমাবেশ শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যক্ষ ডাঃ আব্দুল বারিক কে সভাপতি এবং আজিজ হোমিও এর স্বত্ত্বাধিকারী ডাঃ আব্দুর রশিদকে সেক্রেটারি করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *