সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখমুখি সংঘর্ষ, নিহত ২
সাতক্ষীরার ছয়ঘড়িয়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখমুখি সংঘর্ষে দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২:৩০ মিনিটের দিকে সাতক্ষীরা সদরের সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এফ জেড একটি মোটরসাইকেল সাতক্ষীরার দিকে যাচ্ছিল। এমন সময় ছয় চাকার একটি ডাম্পার ট্রাক (যার নম্বর খুলনা মেট্রো-ট ১১-২২০৫) মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই নিহত হয়। নিহতদের নাম জয়(২৫) ও সিহাব(২৫)। তাদের গ্রামের বাড়ী সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায়। দুর্ঘটনার সাথে সাথে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।