অনলাইন নিউজ পোর্টাল দৈনিক লোকবাণী পত্রিকার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিনিধি সম্মেলন
অনলাইন নিউজ পোর্টাল দৈনিক লোকবাণী পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো চতুর্থ বর্ষ পুর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণে প্রতিনিধি সম্মেলন।
শনিবার (২১ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরার কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পঞ্চাশাধিক প্রতিনিধির উপস্থিতিতে প্রতিনিধি সম্মেলনে দৈনিক লোকবাণী’র উপদেষ্টা মন্ডলীর সভাপতি শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শেখ আফিলউদ্দিন কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল কাশেম।
এছাড়াও উপস্থিত ছিলেন এস এম বাদশা হোসেন, শেখ আনিসুজ্জামান রেজা, এ্যাডঃ ইয়ারুল ইসলাম, মোঃ রুবেল হোসাইন, মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা আবু বকর সিদ্দিক।