যশোরে জামায়াত আমিরের আগমন উপলক্ষে ঝিকরগাছায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের ২৭ শে ডিসেম্বর যশোর ঈদগাহ ময়দানের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ঝিকরগাছার শংকরপুর ইউনিয়ন জামায়াত ।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার কুমরি পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে শংকরপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমীর জামিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীনের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাও. আরশাদুল আলম।
তিনি বলেন, ১৭ বছর আমরা কথা বলতে পারেনি।হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছিলো।মুখে তালা লাগানো ছিলো পায়ে ছিলো ডান্ডাবেড়ী।দু হাজার ছাত্র জীবন দিয়েছে আল্লাহর রহমত হয়েছে।আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাক-স্বাধীনতার সুযোগ করে দিয়েছেন।জামায়াত ইসলামির সাংগঠনিক বয়স ৮৪ বছর।এই ৮৪ বছর পরে একটা বড় সুযোগ আমরা পেয়েছি।জামায়াত ইসলামকে মানুষ ভালবাসে সহযোগিতা করে সহানুভূতিশীল দেখায়।কিন্তু বর্তমানে জামায়াত ইসলামকে নিয়ে স্বপ্ন দেখার পাশাপাশি প্রত্যাশা করছে।সেটা জাতীয় সরকার গঠনের মাধ্যমে।এজন্য সবাইকে ঐক্য বদ্ধ থেকে কাজ করার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাও. আব্দুল আলিম। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমির হারুনঅর রসিদ,সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান,গোলাম মোস্তফা,হাফেজ রেজাউল ইসলাম, ২ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাও. ওমর ফারুক,ইউনিয়ন ওলামা পরিষদের সহসভাপতি কাজী আনোয়ার হুসাইন, জামায়াত নেতা সাজু আহম্মেদ,হাবীব সহ ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান যশোর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *