যশোর-বেনাপোল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

যশোরের ঝিকরগাছায় যশোর-বেনাপোল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বুলু মিয়া (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরো বেশ কয়েকজন যাত্রী।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মহাসড়কের গাজীর দরগাহ তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বুলু মিয়া গাজির দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী গোল্ডেন লাইন পরিবহন নামে একটি এসি বাস বেপরোয়া গতিতে আসছিল। গাজীর দরগাহ নামক স্থানে পৌঁছালে এক মোটরসাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে বাসটি সজোরে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা বাসের ১২-১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
ঝিকরগাছা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নয়ন বাবু জানান, বাস দুর্ঘটনায় একজন মারা গেছেন। বাসের চালক ও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া স্থানীয়রা বাকি আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *