চৌগাছায় তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে বাইতুন নূর আইডিয়াল নূরানী মাদ্রাসার উদ্যোগে এক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ ডিসেম্বর) বাদ আসর হতে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়,মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন ও বক্তব্য রাখেন জামায়াত নেতা ঝিনাইদহ- ৩(মহেশপুর -কোটচাঁদপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান, মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন (যশোর ০২) ঝিকরগাছা-চৌগাছা উপজেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক মাওলানা আরশাদুল আলম,
প্রধান মেহমান হিসেবে বক্তব্য পেশ করেন-মাওলানা আবু তালিব (সুপার পাক শরীফ দাখিল মাদ্রাসা কালিগঞ্জ,ঝিনাইদহ)।
প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন মাওলানা মোহাম্মদ একরামুল হক,দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন হযরত মাওলানা আবু সাঈদ (প্রাক্তন চেয়ারম্যান পাশাপোল ইউনিয়ন পরিষদ) । মাহফিলে সভাপতিত্ব করেন-মোঃ আমিন উদ্দিন খান(হাকিমপুর ইউনিয়ন পরিষদ)।