কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর)রাত ৮টায় ইউনিয়নের বাগাডাঙ্গা জামে মসজিদে ২০২৫-২৬ সেশনের জন্য এ কমিটি গঠন করা হয়।
এ সময় কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটিতে সভাপতি মনোনীত হন আলহাজ্ব মোঃ সাবুরালী , সেক্রেটারী মনোনীত হন মাওলানা ফিরোজ আহমাদ আজাদী।
কমিটির অন্যান্যরা হলেন-
সাংগঠনিক সম্পাদক – কামরুল ইসলাম।
প্রচার সম্পাদক – আলহাজ্ব আব্দুর ছাত্তার।
বায়তুলমাল সম্পাদক – মাস্টার আরশাদ আলী।
সমাজকল্যান সম্পাদক -মোঃ ফারুখ হোসেন।
অফিস সম্পাদক – মোঃ আল মামুন।
তালিমুল কুরআন বিভাগ- কবিরুল ইসলাম ও মাওলানা কবিরুল ইসলাম।
উলামা বিভাগ – মাও শফিউল্লাহ।
সেক্রেটারী – মাওলানা মোকাম্মেল হুসাইন।
যুব বিভাগ – সভাপতি মোঃ রমিজুল ইসলাম।
সেক্রেটারী- মোঃ জাবিদ হোসেন।
শ্রমিক কল্যান – সভাপতি মাস্টার আনোয়ারুল ইসলাম।
সেক্রেটারী – মাস্টার আব্দুল হাকিম।
এবং ওয়ার্ড সভাপতি যারা হলেন-
১ নং ওয়ার্ড – সভাপতি মোঃ আনসার আলী সেক্রেটারী মোঃ কামাল উদ্দীন খান
২নং ওয়ার্ড- মোঃ শাহাদাত হুসাইন
৩নং ওয়ার্ড- মাওলানা রিয়াজুল ইসলাম
৪নং ওয়ার্ড- লোকমান হাকিম
৫নং ওয়ার্ড- হাফেজ ইউনুস আলী
৬নং ওয়ার্ড- আব্দুস ছাত্তার
৭নং ওয়ার্ড- আব্দুর রহিম
৮নং ওয়ার্ড- মৌলভি শরিফুল ইসলাম
৯নং ওয়ার্ড-আব্দুল মান্নান
১০নং বালিয়াডাঙ্গা বাজার- মিজানুর রহমান
এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ। এছাড়া কেঁড়াগাছি ইউনিয়ন তত্বাবধায়ন হলেন সাবেক পৌর আমির উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এ কে এম কোরবান আলী।