ঝিকরগাছায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে ছয়শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে ঝিকরগাছা কামিল মাদ্রাসা প্রাঙ্গনে ছয়শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর)দুপুর ১২ টার সময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে কম্বল ও চাদর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (যশোর-০২) ঝিকরগাছা-চৌগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক মাওলানা আরশাদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলার নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মোঃ শেখ আব্দুর রকিম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ী ইউনিট সভাপতি মোঃ আঃ হামিদ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, “জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আমাদের এ উদ্যোগ। আমরা বিশ্বাস করি, সমাজের সামর্থ্যবানরা যদি এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনা সম্ভব।”