বড়দিনের ছুটি থাকাই বেনাপোলে আমদানি রপ্তানি বন্ধ
খ্রীস্টান ধর্মানুলম্বীদের সবচেয়ে বড় উৎসব, বড় দিন উপলক্ষে,বুধবার(২৫শে) ডিসেম্বর দুই দেশের আমদানি, রপ্তানি বন্ধ থাকবে।
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে দু’দেশের আমদানি, রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও,পাসপোর্ট-যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (২৬ শে) ডিসেম্বর পুনরায় দু দেশের আমদানি, রপ্তানি সহ সকল কার্যক্রম শুরু হবে।
বেনাপোল এসোসিয়েশন সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায়, দু’দেশের ব্যবসায়ী মূলক সব ধরনের আমদানি, রপ্তানি বন্ধ থাকবে।
বৃহস্পতিবার থেকে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি শুরু হবে।
বেনাপোল স্থল বন্দরের উপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার ও ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইঁয়া জানান, বুধবার বড়দিনের সরকারি ছুটি থাকায় সকল আমদানি রপ্তানি বন্ধ রয়েছে, তবে দু দেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার থেকে সকল আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম শুরু হবে।