শার্শায় যুবলীগের কুখ্যাত সন্ত্রাসী উজ্জল অস্ত্র সহ আটক
শার্শা পুলিশ অভিযান চালিয়ে ওয়ান শুটার গান সহ উজ্জল হোসেন (৪০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
সে স্থানীয় যুবলীগের চিহ্নিত ক্যাডার বলে জানা গেছে। বুধবার (২৫শে) ডিসেম্বর সকাল ১০ টার দিকে যশোরের শার্শা উপজেলার নাভারন পশু হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
সে নাভারণ উত্তর বুরুজ বাগান গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শার্শা থানা অফিসার ইনচার্জ আমির আব্বাস জানান, নাভারণ পশুহাট এলাকায় অবৈধভাবে সুটারগান নিয়ে উজ্জ্বল নামে যুবলীগের এই সন্ত্রাসী অবস্থান করছে।
এমন সময় এলাকাবাসী তাকে ধরে পুলিশে খবর দিলে,পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে অবৈধভাবে রাখা ওয়ান শুটারগান সহ তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় শার্শা থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।