গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে কলারোয়ায় ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’

গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে কলারোয়া সর্বসাধারণের জন্য ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়ার হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্প অর্গানাইজার মোহাম্মদ আরাফাত হোসেন এর সার্বিক পরিচালনায় ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তালেব সরদের সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, হেলাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ হযরত আলী, হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলীম, হেলাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মোঃ জাহিদ, গ্রামীণ চক্ষু হাসপাতালের নাইস মৈত্র, মোঃ তমল হোসেন, তপন সরকার,হুমাইরা প্রমুখ।

দিনব্যাপী এ আয়োজনে চার শতাধিক মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য এ ক্যাম্পের আয়োজন করেছে। দেশের বহু মানুষ চোখের নানা ধরনের দৃষ্টি সমস্যায় ভুগছেন। কিন্তু অনেকেই অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাই এ ধরনের ফ্রি চক্ষু ক্যাম্পের এ আয়োজনকে আমরা ধন্যবাদ জানাই। আগামীতে এ ধরনের কার্যক্রম আব্বা থাকবে বলে অতিথিবৃন্দ জানান।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *