ঝিকরগাছায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
যশোর জেলার ঝিকরগাছায় জামায়াতের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর)বেলা ১২ টার দিকে নাভারন ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গুননগর এলাকায় এ কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাভারণ ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা-চৌগাছা উপজেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, মাওলানা ইকরামউদ্দীন, মাওলানা জিয়াউদ্দীনসহ ইউনিয়ন থেকে আগত বিভিন্নশ্রেণী পেশার অন্যান্য নেতৃবৃন্দ।