সাতক্ষীরা দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

সাতক্ষীরা দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালতে ১ মাদক ব্যবসায়ীকে সাজা প্রদান করা হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৯ ডিসেম্বর দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে দেবহাটা সদরের পিয়ার আলীর ছেলে আশিকুর রহমানকে গ্রেফতার করেন। এসময় তার নিকট থেকে গাজা ও গাজা সেবনের সরঞ্জামাদী উদ্ধার করা হয়। পরে ইউএনও মো. আসাদুজ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৪২ এর ১ ধারায় আটককৃতকে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন ও ৫০০০ টাকার জরিমানার আদেশ প্রদান করেন। জরিমানা অনাদায়ে দশ দিনের কারাদন্ড প্রদান করা হয়। মাদক যুবসমাজকে ধ্বংস করে। তাই এধরনের অপরাধীরা সমাজ ও দেশের শত্রু, তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *