সামটা মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শার্শার সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল (বি.এ) মাদরাসার ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় মাদ্রাসা মাঠে এ বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার আমীর ও বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দিন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফারুক হাসান।
মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মোমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রভাষক আসাদুজ্জামান ফারুকী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাও. মাহবুবুর রহমান, ছাত্রী অভিভাবক মাওলানা মোজাম্মেল হক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শওকত হোসেন গাজী
আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ, কবি হেলাল আনোয়ার, মাওলানা হাবিবুর রহমান, মোঃ আব্দুল হালিম, ফাতিমা নুসরাত, প্রভাষক মোঃ আসাদুজ্জামান, মাওলানা আকিব উদ্দিন, মিজানুর রহমান, মোঃ গোলাম আযম, জান্নাত আরা, মুক্তা খাতুন, সহকারী শিক্ষক মোঃ মোজাম্মেল হক, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নূর হাসান, মোহাম্মদ সেলিম রেজা, মোঃ সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম, নুরুন্নাহার, শিউলি খাতুন, নূর হোসেন, ডাক্তার আব্দুল খালেক, মফিজুল ইসলাম, রুহুল কুদ্দুস, সাজেদুর রহমান সাজেল, আব্দুল হামিদ লালু, ব্যাংকার তৌহিদুর রহমানসহ অভিভাবক-অভিভাবিকা, শুভাকাংক্ষী ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।