ঝাউডাঙ্গায় মহিলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বলাডাঙ্গার আয়োজনে মহিলা বিভাগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় বলাডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ মহিলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন।
ওয়ার্ড জামায়াতের সভাপতি সিরাজুলের ইসলামের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বারী,উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য শহিদ হাসান,মাওলানা রুহুল আমিন,সাবেক ছাত্র নেতা মুজাহিদুল ইসলাম, তুজলপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই কর্মী সম্মেলনে ৭ নং ওয়ার্ডের সকল ইউনিটের প্রায় ছয় শতাধিক মহিলা কর্মীগণ অংশ গ্রহণ করেন।
এসময় বক্তাগণ বলেন, আগামীতে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য নারীদের এগিয়ে আসতে হবে । ইসলামি রাষ্ট্র কায়েম হলেই কেবল নারীদের অধিকার ও প্রাপ্য সন্মান প্রতিষ্ঠা হবে। নারী নির্যাতন বন্ধ হবে। জামায়াতের মহিলা কর্মীদের আদর্শবান হতে হবে।পারিবারিক জীবনে সবাইকে নিষ্ঠাবান ও আন্তরিক, পর্দানশীন হতে হবে। ছেলে মেয়ে এবং পরিবারকে ইসলামের আদর্শে অনুপ্রাণিত করতে হবে।