সাতক্ষীরায় কলেজ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরাম কলেজ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ (বাকশিপ) এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আদর্শ কলেজ শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর এর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নূর নবী মানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলা, সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, সাতক্ষীরা ৪ এর জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী জনাব গাজী নজরুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল প্রমুখ।