চৌগাছায় যুব জামায়াতের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়ার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে এক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (০৬ জানুয়ারি ) সকাল ১০ ঘটিকায় সুখপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাষ্টার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ঝিকরগাছা -চৌগাছা জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ও আলোচনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা এম হাসিবুর রহমান(সিলেট), বিশেষ বক্তা হিসাবে ছিলেন মাওলানা রবিউল ইসলাম(খুলনা) ও অন্যান্য আলোচক বৃন্দ ।
বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, সুখপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আব্দুল আলিম প্রমুখ ।