এবার কলারোয়ায় মসজিদের ডিজিটাল সাইন বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ভেসে উঠলো!

এবার মসজিদের ডিজিটাল সাইন বোর্ডে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা ভেসে উঠলো। সাতক্ষীরার কলারোয়ায় সোমবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সাকিব ইসলামসহ কয়েকজন জানান, এদিন মাগরিবের নামাজের পর তারা চা খেতে পৌরসভাধীন শেখ আমানুল্লাহ কলেজ সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প ইউরেকা কমপ্লেক্সে জামে মসজিদের সামনে যান। এসময় হঠাৎ মসজিদের দ্বিতীয় তলার বাইরের দেয়ালে থাকা ডিজিটাল সাইন বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি ৭১ হ্যাকার’ লেখা চলমান থাকতে দেখতে পান। ১/২ মিনিট পরে বিদ্যুৎ চলে যায়। বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করার জন্য তিনি অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর বিদ্যুৎ আসলে সেই ডিজিটাল সাইন বোর্ডে পুনরায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি ৭১ হ্যাকার’ লেখা ভেসে ওঠে ও চলমান থাকতে দেখা যায়। তিনি সেটার তাৎক্ষনিক ছবি ও ভিডিও ধারণ করেন। সেসময় ওই মসজিদের দায়িত্বরত ইমাম তরিকুল ইসলামকে ডেকে এনে দৃশ্যটি দেখালে ইমাম সাহেবও আশ্চর্য হয়ে যান এবং তাৎক্ষনিক ডিজিটাল সাইন বোর্ডের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ঘটনার বিষয়ে ইমাম তরিকুল ইসলাম জানান, ‘তিনিও ঘটনাটি দেখে হতবাক হয়ে পড়েন। ঘটনার বিষয়ে কিছু বুঝতে পারেননি। তাৎক্ষনিক ডিজিটাল বোর্ডের বিদ্যুতের সুইচ বন্ধ করে দেন। মসজিদ কর্তৃপক্ষ সাইন বোর্ডটি খুলে ফেলেন।
ঘটনাটি জানার পর রাত সাড়ে ৮টার দিকে থানা পুলিশের একটি টিম সেখানে যান।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন।
এদিকে, এ ঘটনায় কলারোয়ায় জনমনে তোলপাড় ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *