সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি এবং নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির পথসভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি এবং নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের খুলনা রোডস্থ শহিদ আসিফ চত্বরে এপথ সভা অনুষ্ঠিত হয়।
সরকারি খাস জমি ভূমি দস্যুদের হাত থেকে উদ্ধার, উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পুনর্বাসন, সদর হাসপাতাল ও মেডিকেল রোগীদের খাদ্যে অনিয়ম, ডাক্তারের অভাবে রোগীদের ভোগান্তি এবং পরিবেশ দূষণকারী অবৈধ ইট ভাটা বন্দরে দাবিতে এ পথসভা করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি এবং নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ।