জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যশোর জেলা কমিটি গঠন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যশোর জেলা প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৭ জানুয়ারি) বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যশোর জেলার শাখার সভাপতি মাওলানা নাজমুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।
এ সময় মাওলানা হাবিবুর রহমানকে সভাপতি ও মাওলানা হারুনুর রশিদ কাসেমীকে সেক্রেটারি করে ৬১ সদস্যের তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, সম্মেলন আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী, জমিয়ত উলামায়ে ইসলাম নড়াইল জেলা সভাপতি মাওলানা তালহা, মাওলানা যায়নুল আবেদীন ও মাওলানা আব্দুস সামাদ প্রমুখ।