ঝিকরগাছায় জামায়াত নেতার মৃত্যু, দাফন সম্পন্ন
ঝিকরগাছার গদখালি জামায়াতের (রুকন) দেলোয়ার হোসেন (৪২) আর নেই। ইন্নানিল্লাহি…….. রাজেউন। মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে স্ট্রোক জনিত কারনে তিনি নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। বুধবার সকালে গদখালি ইউনিয়নের বামন আলী স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঝিকরগাছা-চৌগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও.আরশাদুল আলম।
তিনি দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি ইসলামী আন্দোলনের সদস্য হিসাবে ইসলামের জন্য তার মহান ত্যাগকে মহান আল্লাহ পাক কবুল কর ও পরকালীন জীবন জান্নাতের উচ্চতম মর্যাদা কামনা করে দোয়া করেন। তার শোকে স্ত্রী সন্তান ও সহকর্মীদের এই শোকে ধৈর্যধারনের জন্য মহান আল্লাহ পাকের দরবারে তাওফিক কামনা করেন। এসময় ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. নজরুল ইসলাম, গদখালী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ হাদিউজ্জামান, সেক্রেটারি শরিফুল ইসলাম, মীর আরিফুর রহমান সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।