ঝিকরগাছায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
যশোরের ঝিকরগাছার বেজিয়াতলা আলিম মাদ্রাসা, লুৎফুননেছা হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৭ই জানুয়ারী)বিকাল হতে সন্ধা পর্যন্ত বেজিয়াতলা আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
এসএম ওয়ালিজ মির্জা মুকুলের সভাপতিত্বে এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাও. আরশাদুল আলম।
প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন-মুফতি আবু বক্কর সিদ্দিকী (নীলফামারী)।
দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন-মাও. সাইফুল্লাহ বিন কোরবান।
এ সময় ঝিকরগাছা উপজেলার সাবেক ভাইস- চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন ও স্থানীয় ওলামায়ে কেরামগণসহ মাহফিলে শত শত ইসলাম প্রেমী মুসলিম তাওহীদি জনতা উপস্থিত ছিলেন।