শ্রমিক নেতা আব্দুল মজিদের জানাজা সম্পন্ন
কলারোয়া উপজেলাধীন কয়লা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ-সভাপতি আব্দুল মজিদের সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) যোহরবাদ এ
জানাযা সম্পন্ন হয়।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা সুলতান বিন মুনিরের সঞ্চালনায় জানাজা নামাজের প্রাক্কালে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, কয়লা ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল, কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস, মুরারীকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রকিব মোল্লা, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শরিফুল ইসলাম, জামায়াত নেতা মুরাদ হাসান প্রমুখ।
জানাজা নামাজে ইমামতি করেন আলাইপুর জামে মসজিদের খতিব মাও. তৈয়েবুর রহমান।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন- তিনি জামায়াতে ইসলামীর শ্রমিক বিভাগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
নেতৃবৃন্দ, মরহুমের সকল দ্বীনি খেদমত কবুল করার জন্য দো’য়া করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মরহুমের সকল নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দো’য়া করেন।