কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুলের পিতার ইন্তেকাল; জানাযা সম্পন্ন
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলামের পিতা আকবর আলী গাজী (১০৫) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)
শনিবার (১১ জানুয়ারি) আছর নামাজ শেষে কলারোয়া সরকারি কলেজ মাঠে জানাযা সম্পন্ন হয়। এদিন ভোর সাড়ে ৬টার দিকে পৌরসভাধীন গদখালী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
মৃত্যু কালীর সময়ে তার বয়স হয়েছিলো প্রায় ১০৫ বছর। মৃত্যুকালে তিনি ৭ পুত্র ও ১ কন্যা এবং নাতি-পুতিসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ডা.ইউনুস আলী বাবু ও পরিবারের পক্ষে মরহুমের পুত্র সাবেক পৌর মেয়র গাজী আক্তারুল ইসলাম।
আলোচনাপর্ব সঞ্চালনা করেন কলারোয়া হাসপাতাল জামে মসজিদের খতিব ও কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক মাওলানা তৌহিদুর রহমান।
জানাজা নামাজে ইমামতি করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, ঝাউডাঙ্গা সিনিয়র মাদারাসা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি।
এদিকে, মৃত্যুর সংবাদ শুনে সকাল থেকে মরহুমের বাসভবনে ছুটে যান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।