ভারতে পালানোর সময় ঢাকার ছাত্রলীগ নেত্রী বেনাপোলে আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় ইডেন কলেজ নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিৎ পান্ডে কে ভারতে পালানোর সময় গ্রেফতার করা হয়।
সোমবার (১৩ই) জানুয়ারি বিকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের কে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশ (ওসি) ইব্রাহিম আহমেদ এবং তিনি বলেন, বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে সন্দেহ জনকভাবে তাদেরকে জিজ্ঞাসা করলে, তিনি স্বীকার করেন ঢাকা নিউমার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি।

সোমবার চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন এই ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে।
আটক নেত্রী আরো জানান, তিনি ঢাকা ইডেন কলেজে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আটককৃতরা হলেন, মাগুরার সাতদোহা এলাকার স্বপন পান্ডের ছেলে ও মেয়ে।
তাদেরকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *