আলেম-ওলামারা ঐক্যবদ্ধ থাকলে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব : চর‌মোনাই পীর

অন্তর্বর্তী সরকারের শাসনামলে দেশের আলেম-ওলামাগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, আলেম ওলামাদের নিজেদের মধ্যে কোন ধরনের বিরোধ সৃষ্টি করা যাবে না। আলেম-ওলামাগণ যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১ টায় খালিশপুর জামিয়া রশিদিয়া খোয়ালখালীর বাইতুল করিম মসজিদে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।

মতবিনিময় সভা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

চরমোনাই পীর বলেন, সাড়া দুনিয়ার শাসন ব্যবস্থায় সার্বিকভাবে পরিবর্তন আসছে। তার পরিপেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও পরিবর্তন হয়েছে। ৯২ শতাংশ মুসলমানদের দেশে সুশাসনের জন্য দেশের আলেম-ওলামাগণ যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আগামীতে অনেক কিছুই করা সম্ভব হবে। আলিয়া হোক বা কওমী হোক সকল মাদরাসার আলেমরা একসাথে থাকলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের শক্তি কমে যাবে। আমরা কাজ করতে পারবো না। অন্যেরা আমাদের থেকে এগিয়ে যাবে।

ফয়জুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতী বশির আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, মুফতি ইব্রাহিম খলিল মাওলানা হাবিবুর রহমান, মুফতি ওয়াহিদুল ইসলাম, মুফতি নাসির উদ্দিন, মুফতি আবুল কাশেম, মুফতি আনোয়ারুল ইসলাম, মাওলানা আরিফুর রহমান, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মুফতি বেলাল হোসাইন, মাওলানা সাঈদ হোসাইন, মাওলানা কামাল হোসেন, মুফতি নুর উদ্দিন খান, মাওলানা নাজমুল হাসান, মাওলানা মারুফ বিল্লাহ, মাওলানা ইউসুফ, মাওলানা আহসান হাবিব, মাওলানা রেজওয়ান, মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা নেওয়াজ শরীফ।

এছাড়াও সকালে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে মাদ্রাসা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *