শার্শায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১৪ই) জানুয়ারি সকালে যশোরের শার্শা উপজেলার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্বরে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৪৬ তম বিজ্ঞান প্রযুক্তি ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। মেলায় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন,শার্শা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাজেদুল ইসলাম, উপপ্রকৌশলী এলজিআরডি সানাউল হক,, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়ার ইসলাম রঞ্জু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা গোলাম ফারুক, উপজেলা একাডেমী সুপারভাইজার নুরুজ্জামান সহ বিভিন্ন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
