কেরালকাতায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”-শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কলারোয়ার কেরালকাতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”-শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১:৩০ ঘটিকায়,কেরালকাতা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে, কেরালকাতা ইউনিয়ন পরিষদের আয়োজনে,ইউনিয়ন সচিব মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় ও প্যানেল চেয়ারম্যান সোনিয়া লায়লার সভাপতিত্বে কর্মশালায় অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মোঃ আমজাদ হোসেন,ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাত, যুব জামায়াতের সভাপতি মোঃ শাহীন হোসেন,সেক্রেটারি মোঃ সেলিম হোসেন, ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ সেক্রেটারী শেখ ইমামুল হক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শামিম হোসেন, ছাত্র নেতা মোঃ ফয়সাল আহমেদ ইউপি সদস্য কোহিনুর বেগম, মোঃ মোস্তফা কামাল প্রমুখ ।
